সহস্রাব্দ অতীতের আর-এক ফ্লোরেন্স নাইটিঙ্গেল

ইসলামীয় রীতি অনুসারে প্রাক্‌-ইসলাম বা এমনকি ইসলাম প্রবর্তনের সময়েও চিকিৎসা বা সেবার ক্ষেত্রে সরাসরি নারীদের অংশগ্রহণের অনেকটাই উল্লেখ পাওয়া যায়। এমনকি যেখানে সমসাময়িক খ্রিস্টানেরা অসুখকে পাপী মানুষের উপরে ঈশ্বরীয় শাস্তি বলেই দেখতে চেয়েছে, বিপরীতে স্বাস্থ্য এবং দৈনন্দিন পরিচ্ছন্নতার উপরে ইসলামের গুরুত্ব দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিকে আজ রুফাইদা আল-আসলামিয়ার উপাখ্যান। (পর্ব ৭)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 11 January, 2021 | 733 | Tags : Florence Nightingale Rufaida al-Aslamiya History of Islamic Medicine Rufaida as a Nurse and a Surgeon Series on Female Scientists